মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা
মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু
ঈদের দিন সকালে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত জাহিদ চিড়িয়াখানার মাহুত আজাদ আলীর ছেলে। আজাদ আলীর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার জানান।
তিনি জানান, মাহুত আজাদ তার ছেলে জাহিদকে নিয়ে হাতির খাঁচায় ঢোকেন। হঠাৎ পাঁচটি হাতির মধ্যে একটি জাহিদকে আক্রমণ করলে সে গুরুতর আহত হয়।
কিন্তু জাহিদের বাবা আজাদ আলী বিষয়টি কর্তৃপক্ষকে না জানিয়ে ছেলেকে নিয়ে কুলাউড়ার উদ্দেশে রওনা হন।
কুলাউড়া যাওয়ার পথে জাহিদ মারা যায় বলে জানান পরিচালক।
৮ মাস আগে