৬ দিন পর
অপহরণের ৬ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫
সিরাজগঞ্জের তাড়াশে অপহরণের ৬ দিন পর মারুফ হাসান নামে এক মাদরাসা ছাত্রের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর ৫ টার দিকে ঝুরঝুরি বাজারের তালুকদার মার্কেটের পিছনে সেপটি ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মারুফ হাসান ঝুড়ঝুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও সলঙ্গা থানার একটি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গ্রেপ্তারা হলেন- মো. আবুল হাশেম হাসু, মো. রফিকুল ইসলাম, মো. আল আমিন হোসেন, মো. ওমর ফারুক ও মো. কাওছার হোসেন।
র্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ তারিখ বিকেল ৩টার দিকে ঝরঝুরি বাজার থেকে আর বাড়ি ফেরেনি মারুফ।ওই রাতে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ ছাত্রের বাবা মোশারফ হোসেন।
অভিযোগ পাওয়ার পর মারুফকে উদ্ধারের জন্য অভিযানে নামে র্যাব-১২। এক পর্যায়ে অপহরণের সন্দেহে দফায় দফায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। পরে গ্রেপ্তারদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মারুফ হোসেনকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে বলে জানান।
উদ্ধার করা মারুফ হাসানের লাশ ও গ্রেপ্তারদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৬ মাস আগে