বটতলী ও বড়পিলাক
গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈদের দিনে খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় আলী হোসেন ও মেহেদী হাসান পায়েল নামে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বটতলী ও বড়পিলাক এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে গুইমারার বটতলী এলাকায় একটি মোটরসাইকেলকে শান্তি পরিবহনের বাস চাপা দিলে আলী হোসেন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়।
অপরদিকে, উপজেলার বড়পিলাক এলাকায় মেহেদী হাসান পায়েল মোটরসাইকেল থেকে পড়ে গেলে অপরদিক থেকে আসা আরেকটা মোটরসাইকেলের আঘাতে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মেহেদী হাসান পায়েল বড়পিলাক এলাকায় মৃত জামাল হোসেনের ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৮ মাস আগে