পাঞ্জাবি-পায়জামা
পাঞ্জাবি-পায়জামা ইস্ত্রি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু
দিনাজপুরের পাবর্তীপুরে ঈদের নামাজে যাওয়ার জন্য পাঞ্জাবি ও পায়জামা ইস্ত্রি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল ইব্রাহিম অন্তর নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে।
সৈনিক আল ইব্রাহিম অন্তর কক্সবাজারের রামু সেনা নিবাস থেকে র্যাবের হেডকোয়ার্টারে বদলিজনিত ছুটি কাটাচ্ছিলেন।
পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঈদের নামাজে যাওয়ার জন্য খালি পায়ে পাঞ্জাবি ও পায়জামা ইস্ত্রি করার সময় ইস্ত্রিটি একটি স্টিলের পাত্রের উপর রাখেন। সঙ্গে সঙ্গে সেটি ছিটকে এসে তার বুকে আঘাত করে আটকে যায়। তার চিৎকার শুনে তার বাবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
৮ মাস আগে