পাশের খাল
সিলেটে সড়কের পাশের খাল থেকে রক্তাক্ত লাশ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কের পাশের খাল থেকে বাবুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কাঠালবাড়ী রাস্তার থ্রি-স্টার মিলের পাশ থেকে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন : গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
নিহত বাবুল ইসলাম বাবলু উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
বাবুলের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায়।
এছাড়া মোটরসাইকেলের সামনের ও পেছনের বেশ কিছু পার্টস ভাঙা এবং তার মাথায় জখম ও পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
নিহতের পরিবারের দাবি, কেউ পরিকল্পিতভাবে বাবুলকে হত্যা করেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো বলা যাচ্ছে না দুর্ঘটনা নাকি হত্যা।
ওসি আরও বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদেন্তর জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : অপহরণের ৬ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫
সিলেটে বিয়ের ১৮ দিনে নারীর লাশ উদ্ধার
৮ মাস আগে