সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
সিলেট ওসমানী বিমানবন্দরে এক প্রবাসী চুরি করলেন আরেক প্রবাসীর মোবাইল-পাসপোর্ট
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর মোবাইল ও পাসপোর্ট আরেক প্রবাসী চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত প্রবাসীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন) টিম। এ সময় চুরি যাওয়া দুটি স্মার্টফোন ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়।
অভিযুক্ত প্রবাসী সিলেটের বালাগঞ্জের আব্দুল আহাদ।
ভুক্তভোগী প্রবাসী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বটুলি গ্রামের রসময় চন্দ্র।
আরও পড়ুন: সিলেট ওসমানী বিমানবন্দরে রিয়ালসহ প্রবাসীর ব্যাগ চুরি, আরেক প্রবাসী আটক
শুক্রবার (১২ এপ্রিল) সকালে দুবাই থেকে একটি ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
এ ফ্লাইটে দেশে ফেরেন রসময় চন্দ্র ও আব্দুল আহাদ। রসময় পাসপোর্ট কাস্টম স্ক্যানিং মেশিনে তার দুটি স্মার্ট ফোন ও দুটি পাসপোর্ট রাখেন। সে সময় কৌশলে সেগুলো নিয়ে নেন আব্দুল আহাদ।
চুরির বিষয়টি বুঝতে পেরে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন রসময়।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)-৭ এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের ইন্টেলিজেন্স টিম।
সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হয় এপিবিএন টিম।
ওই দিন রাত ৮টার দিকে সিলেটের বালাগঞ্জে অভিযান চালিয়ে আব্দুল আহাদকে তার বাড়ি থেকে আটক এবং চুরি করা দুটি স্মার্ট ফোন ও দুটি পাসপোর্ট উদ্ধার করে এপিবিএন টিম।
আটকের পর আব্দুল আহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে এপিবিএন।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এপিবিএন
৭ মাস আগে