দ্বিতীয় অধিবেশন
সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে
৫৮ দিন বিরতির পর আগামী ২ মে বসছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এর আগে গত ৫ মার্চ বর্তমান সংসদের প্রথম অধিবেশন স্থগিত হয়।
সোমবার সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেন।
সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ মে বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি
এর আগে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়ে ২২ কার্যদিবস পর ৫ মার্চ মুলতবি হয়।
সংবিধান অনুযায়ী, এক অধিবেশনের সমাপ্তি থেকে পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি সময়ের ব্যবধান থাকতে পারে না।
আরও পড়ুন: অগ্নি নিরাপত্তা অভিযানে সমন্বয়ের অভাব রয়েছে: সংসদে চুন্নুর অভিযোগ
৮ মাস আগে