এনও
আইপিএলের জন্য মুস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়াল বিসিবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি দিয়ে মুস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্র (এনওসি) একদিনের জন্য বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ৩০ এপ্রিল আইপিএল ছাড়ার কথা থাকলেও এখন ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারবেন মুস্তাফিজ। আগামী ২ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
আগামী ৩ মে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। মুস্তাফিজের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারবেন না। এই সিরিজের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।
পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে আইপিএলে দারুণ পারফর্ম করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। আইপিএলের এবারের আসরে চেন্নাইয়ের অন্যতম প্রধান বোলার তিনি।
এছাড়া জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ দল।
আরও পড়ুন: বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
৮ মাস আগে