ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ: মুশফিককে ছাড়িয়ে শান্ত ও নাঈম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫৮ রানে হারিয়ে আবাহনী লিমিটেড তাদের অপরাজিত ধারা অব্যাহত রেখেছে।
দেশের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এটি তাদের টানা দশম জয়।
আরও পড়ুন: আবারও শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ
আবাহনীর হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম। লক্ষ্য তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরির পরও গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।
প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। অধিনায়ক শান্ত ১১৮ ও নাঈম শেখ ১০৫ রান করেন। মাত্র ৩৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তৌহিদ হৃদয়।
এদিকে প্রাইম ব্যাংকের হয়ে দুইটি উইকেট নেন হাসান মাহমুদ।
এদিকে রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারায় প্রাইম ব্যাংক। পারভেজ হোসেন ইমন করেন ৫৬ রান। তবে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি আশার তাদের আলো দেখিয়েছিল।
আবাহনীর বোলার তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত তাদের দৃঢ়তা ধরে রাখেন। তানজিম ও তাসকিন ৩টি করে এবং মোসাদ্দেক ২টি উইকেট নেন।
এদিকে ৪৯তম ওভারে শেষ পর্যন্ত ২৮৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৫৮ রানের জয়ী হয় আবাহনী। ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে আবাহনী।
আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগ: সিলেটকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ঢাকা বিভাগ
সেলিব্রেটি ক্রিকেট লিগ: তবুও ‘শো মাস্ট গো অন’
৮ মাস আগে