প্রাণ গেল স্কুলছাত্রের
দিনাজপুরে ফুটবল প্রতিযোগিতায় প্রাণ গেল স্কুলছাত্রের
দিনাজপুরের নবাবগঞ্জে আয়োজিত বঙ্গমাতা-বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বলের আঘাতে পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার স্থানীয় শাল খুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
নিহত সামিউল (১২) শাল খুড়িয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে স্থানীয় বেড়া মালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতাটি শাল খুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে চলছিল। এ সময় বলে হেড করার সময় সামিউল আহত হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সামিউল স্কুলের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা জনিত। কেউ কোনো অভিযোগ করেনি। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃক্ষজনক। শিক্ষা দপ্তর থেকে তো কোনো আর্থিক সহায়তা দেয়নি। ব্যক্তিগতভাবে দাফন কাফনে পরিবারটিকে ৫ হাজার টাকা দিয়েছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।’
৬ মাস আগে
বরেন্দ্রর সেচ পাম্পের পিলার ভেঙে প্রাণ গেল স্কুলছাত্রের
লালমনিরহাটের আদিতমারীতে বরেন্দ্র সেচ পাম্পের পিলার ভেঙে আল-আমিন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রইসবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিন ইসলাম ওই এলাকার কাদের ইসলামের ছেলে ও রইসবাগ হরিদাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে ভুট্টা খেতে মায়ের সঙ্গে কাজ করতে যায় আল আমিন। এসময় পানি পান করতে পাশের বরেন্দ্রর গভীর নলকূপের কাছে গেল পা পিছলে পরে যায়। এ সময় সিমেন্টের উঁচু বিদ্যুতের খুঁটি ধরলে জরাজীর্ণ খুঁটি তার মাথায় ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে টিকটক ভিডিও বানাতে গিয়ে তিস্তায় ডুবে প্রাণ গেল কিশোরের
সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, বরেন্দ্রর গভীর নলকূপের বিদ্যুতের খুঁটিগুলো ৮ থেকে ৯ বছরের পুরোনো। যত্ন না নেওয়ায় এসব বিপজ্জনক হয়ে উঠেছে। যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
৮ মাস আগে