ব্রাদার্স ইউনিয়ন
ডিএলএস পদ্ধতিতে বিশাল ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারালো গাজী গ্রুপ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ব্রাদার্স ইউনিয়নকে ১৩০ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে গাজী গ্রুপ।
শুরুতেই ওপেনার মেহেদী মারুফকে হারালেও আনিসুল ইসলাম ইমনের ৬৫ রান ও হাবিবুর রহমান সোহানের ৮১ রানে শক্ত ভিত গড়ে তোলে গাজী গ্রুপ।
আরও পড়ুন: ঢাকা লিগে মোহামেডানকে হারাল শাইনপুকুর
মিডল অর্ডারে ৭৪ রান করে সাব্বির হোসেন ও ৬৪ রান করে আল-আমিন রানের সংগ্রহ আরও বাড়িয়ে দেন।
৭ উইকেটে ৩৪৪ রান করে ইনিংস শেষ করে গাজী গ্রুপ।
ব্রাদার্সের হয়ে রাহাতুল ফেরদৌস নেন ৩ উইকেট।
বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে ব্রাদার্সকে ৪১ ওভারে ৩০৯ রানের লক্ষ্য দেওয়া হলে সেটি তাড়া করতে ব্যর্থ হয় তারা।
আব্দুল মজিদ (৫১) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বাকিদের জ্বলে উঠতে দেখা যায়নি। মাহমুদুল হাসানের ২৪ রান দলের স্কোর বাড়াতে কিছুটা ভূমিকা রাখে।
আরও পড়ুন: ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ: মুশফিককে ছাড়িয়ে শান্ত ও নাঈম
৩৪ রানে ৪ উইকেট নেওয়া আবদুল গাফফার সাকলাইনের হাত ধরে ব্রাদার্সকে বেশ চাপে রাখেন গাজী গ্রুপের বোলাররা। ১৭৮ রানে সব উইকেট হারিয়ে ১৩০ রানের বিশাল পরাজয় মেনে নেয় ব্রাদার্স ইউনিয়ন।
দিনের অপর ম্যাচে ডিএলএস পদ্ধতিতে মাত্র ৫ রানের ব্যবধানে সিটি ক্লাবকে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রূপগঞ্জের অধিনায়ক শামসুর রহমান সেঞ্চুরিতে রূপগঞ্জ ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে।
৪১ ওভারে ২৬৬ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানের ব্যবধানে হেরে যায় সিটি ক্লাব। রূপগঞ্জের হয়ে ৮ ওভারে ৩২ রান খরচ করে ৪ উইকেট নেন আরাফাত সানি।
আরও পড়ুন: আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা
৮ মাস আগে