ব্যাটারি তৈরির কারখানা
গাজীপুরে বয়লার বিস্ফোরণে চীনের নাগরিক নিহত
গাজীপুরে ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে পু জুকি নামে এক চীনের নাগরিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং এলাকার টং রুইদা ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পাবনায় বয়লার বিস্ফোরণে শিশুসহ নিহত ২
জানা যায়, মঙ্গলবার বয়লারটিতে বিস্ফোরণে ৫ বাংলাদেশিসহ ৬ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চীনা প্রকৌশলীর মৃত্যু হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকার পলাশ হাউজিং এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টারও কম সময়ে আগুন নির্বাপণ করে। বয়লার ও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্ত ছাড়া দুর্ঘটনার কারণ বলা যাচ্ছে না।
গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুরের পলাশ হাউজিং এলাকায় এক চায়না ব্যাটারি কারখানায় বিস্ফোরণে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক আহত
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৩
৮ মাস আগে