ইয়াবা সরবরাহ
চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা সরবরাহ না করায় যুবক খুন
চট্টগ্রামের মীরসরাইয়ে ইয়াবা সরবরাহ না করায় তৌহিদুল ইসলাম খোকন (৩০) নামে এক যুবককে হত্যা করেছে মাদকসেবীরা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মীরসরাই হিঙ্গুলী খান সিটি সেন্টারের পূর্বপাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত খোকন হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের মৃত হাসেম ড্রাইভারের ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুনের অভিযোগ
নিহতের স্ত্রী সানজিদা আক্তার বলেন, আমার স্বামী বুধবার রাতে একই এলাকার শাহজাহান মেম্বারের বাড়িতে তার ভাতিজির গায়ে হলুদে যায়। সেখানে যাওয়ার আগে স্থানীয় ইয়াবা সেবনকারী মোতালেব, আমজাদ, রাশেল তাদের জন্য ইয়াবা নিতে উনার মোবাইলে বার বার ফোন করে।
কিন্তু তিনি রাজি হননি। রাতে গায়ে হলুদে গিয়ে আর ফেরেনি। সকালে রেললাইনে তার লাশ পাওয়া গেছে। তারা আমার স্বামীকে খুন করে রেললাইনে ফেলে যায়, যাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছে এটা বুঝানোর জন্য।
আমার স্বামীর হত্যার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।
হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে খবর পাই খোকন মারা গেছে। দুবৃত্তরা তাকে খুন করে রেললাইনে ফেলে গেছে। আমি পুলিশকে খবর দিয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আরও পড়ুন: হাসপাতালের প্রিজন সেলে আসামির হাতে আসামি খুনের অভিযোগ
৮ মাস আগে