৩ ইউনিট
ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ডে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাসিম জানান, দুপুর ১টা ৪৭ মিনিটে হাসপাতালের চতুর্থ তলার কার্ডিয়াক ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
সিদ্দিকবাজার ও তেজগাঁও স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান স্টেশন কর্মকর্তা।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: বগুড়ায় শিশুকে গলাকেটে হত্যার অভিযোগে নানা আটক
কক্সবাজারে হোটেলের সুইমিংপুলে ডুবে শিশু পর্যটকের মৃত্যু
৮ মাস আগে