১১৫ বোতল ফেনসিডিল
মেহেরপুরে ১১৫ বোতল ফেনসিডিলসহ ৪০০ গ্রাম গাঁজা জব্দ, গ্রেপ্তার ৫
মেহেরপুর গাংনীতে পৃথক চার অভিযানে ১১৫ বোতল ফেনসিডিলসহ ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিলেটে জাল নোট জব্দ, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তাররা হলেন- স্বপন আলি, লিটন, টোফেন ওরফে খালিদ মাহমুদ, মামুনর রশিদ ও মো. সজল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম শুক্রবার দুপুর ১২টার সময় নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান।
তিনি বলেন, করমদি গ্রামের স্বপন আলি ও লিটনকে ১০৫ বোতল ফেনসিডিল জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে।
পলাশীপাড়া গ্রামের টোফেন ওরফে খালিদ মাহমুদকে ১০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের মামুনর রশিদকে ২০০ গ্রাম গাঁজা জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে।
গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মো. সজলকে ২০০ গ্রাম গাঁজা জব্দসহ গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়। পরে পাঁচজনকে শুক্রবার দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্দ, আটক ২৩
কক্সবাজারে ২ কেজি ক্রিস্টাল মেথ জব্দ, যুবক আটক
৮ মাস আগে