রেল কর্মচারীর মৃত্যু
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক রংপুরের মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি রেলওয়ে লালমনিরহাট শাখায় খালাসী পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, ঘুন্টি বাজার এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন রাজ্জাক এসময় অপর দিক বুড়িমারী থেকে লালমনিরহাট গামী ৫৬ নম্বর কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, রাজ্জাক আমাদের রেলের স্টাফ ছিলেন। ঘুন্টি এলাকায় বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৭ মাস আগে