২ জেলে গুলিবিদ্ধ
‘মিয়ানমারের সীমান্তরক্ষীর’ গুলিতে নাফ নদীতে ২ জেলে গুলিবিদ্ধ
নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২১ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সীমান্তে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন বিজিপির ৫৮ সদস্য, ৪ বাংলাদেশি গুলিবিদ্ধ
গুলিবিদ্ধ হওয়া দুইজন হলেন- শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক।
এরমধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর ১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত জেলে ও স্বজনরা জানান, রবিবার সকালে মাছ ধরার জন্য ১০ জেলে নাফ নদীতে যান। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী। এতে দেইজন গুলিবিদ্ধ হয়।
জেলেদের দাবি তারা বাংলাদেশের জলসীমায় ছিলেন। মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী গুলি ছুঁড়ে বলে দাবি তাদের।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রণয় রুদ্র বলেন, ফারুকের শরীরে তিনটি গুলি লেগেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি বলেন, দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছেন। বিস্তারিত জানার চেষ্টা করছি।
আরও পড়ুন: রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ও গুলিবিদ্ধ ৮
কুমিল্লায় সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার ৭, অস্ত্র-গুলি জব্দ
৮ মাস আগে