নিখোঁজ নৌবাহিনী
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নৌবাহিনী সদস্যের লাশ উদ্ধার
ফেনীর মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আবুল হাসান নামে নৌবাহিনীর এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীর গভীর থেকে লাশটি উদ্ধার করে।
আবুল হাসান ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, গোসল করতে নেমে নিখোঁজ হন আবুল হাসান।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
তাকে স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম ডুবুরি এবং নৌবাহিনীর একটি দল দীর্ঘ ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
উল্লেখ্য, গরমে অতিষ্ঠ হয়ে শনিবার দুপুর দুইটার দিকে এলাকার পাঁচ বন্ধুদের সঙ্গে মুহুরী নদীতে গোসল করতে নামেন আবুল হাসান। হঠাৎ পানির নিচে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে চার বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন।
অনেক খোঁজাখুঁজি করেও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ আবুল হাসানকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে চট্টগ্রামের ডুবুরি দলকে খবর দিলে তারা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করে। এর সঙ্গে নৌবাহিনীও যোগ দেয়। দীর্ঘ ৭ ঘণ্টা পর আবুল হাসানের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ক্যামেরার জন্য বন্ধুকে হত্যা, সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১
৮ মাস আগে