অজ্ঞাত গাড়ি
রাজধানীতে হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবক নিহত
রাজধানীর ওয়ারীতে ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত গাড়ি ফ্লাইওভারে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর জখম অবস্থায় তাকে ফেলে পালিয়ে গাড়িটি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর ২টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।
আরও পড়ুন: মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীতে গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
৬ মাস আগে
মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তার বয়স ৪০ থেকে ৪২ বছরের কাছাকাছি হতে পারে। তার পরনে লাল হলুদ রঙের শাড়ি, হাতে শাঁখা ও পায়ে বাটা ব্র্যান্ডের স্যান্ডেল রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার বারইয়ারহাট বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, বারইয়ারহাট বাজারের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সনাতন ধর্মাবলম্বী নারী নিহত হয়েছেন। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িটি শনাক্ত করতে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।
আরও পড়ুন: রামপুরায় গাড়ির ধাক্কায় বাইকারের মৃত্যু
সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নিহত ১
৮ মাস আগে