বিএনপি গণতন্ত্র
বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা করছে: হাছান মাহমুদ
বিএনপি গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গত তিনটি জাতীয় নির্বাচনে বিএনপির ধ্বংসাত্মক ভূমিকার কথা তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (বিএনপি) অব্যাহতভাবে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে।’
কাতারের আমিরের রাষ্ট্রীয় সফরকে সামনে রেখে রবিবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: কাতার আমিরের সফরে ৬ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টায় মানুষ হত্যা করেছে এবং জনগণের সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে।
তিনি বলেন, তারা চায় বিএনপি সংশোধন হোক, কিন্তু বিএনপি তা করতে ব্যর্থ হয়েছে। ‘এটা বিএনপির জন্য খুবই দুর্ভাগ্যজনক।’
আরও পড়ুন: রাশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি সমতা-বন্ধুত্ব: রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী
৮ মাস আগে