তাপমাত্রা বৃদ্ধি
তাপমাত্রা বৃদ্ধি: পিরোজপুরে এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫৬৮ ডায়রিয়া রোগী
দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যে পিরোজপুরে এক সপ্তাহে বিপুল সংখ্যক ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে উপজেলার হাসপাতালে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার ৭টি উপজেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৪০ জন। গত ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৫৬৮ জন।
আরও পড়ুন: রাজধানীতে ২৩ লাখ মানুষ পাবেন ডায়রিয়ার টিকা
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবে শিশু রোগীর সংখ্যাই বেশি। জেলায় মোট ৭টি হাসপাতালে এই মুহূর্তে আইভি স্যালাইন রয়েছে ৪ হাজার ১৮৬ ব্যাগ। এবারে যেহেতু তাপমাত্রা বেশি ও দীর্ঘমেয়াদি হওয়ার কারণে রোগীর সংখ্যা আগামীতে আরও বাড়বে।
সিভিল সার্জন আরও বলেন, গত একমাসে এ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬৯৬ জন।
এদিকে মঙ্গলবার (২৩ এপ্রিল) পিরোজপুর সদর হাসপাতাল এবং শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেঝতে ও বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়া, হাসপাতালে স্যালাইন সংকট
রাঙামাটিতে ডায়রিয়ার প্রকোপ
৭ মাস আগে