বাকৃবি উপাচার্য
সুস্থ-সবল জাতি গঠনে ওয়ান হেলথ গুরুত্বপূর্ণ: বাকৃবি উপাচার্য
সুস্থ ও সবল জাতি গঠনে বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ওয়ান হেলথ বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘ওয়ান হেলথের মধ্যে তিনটি বিষয় রয়েছে। মানবস্বাস্থ্য, প্রাণীস্বাস্থ্য ও পরিবেশ। মানুষের স্বাস্থ্য রক্ষা করতে হলে পরিবেশ রক্ষা করতে হবে এবং পরিবেশ ভালো রাখতে হলে প্রাণীর স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে।’
শনিবার (২৭ এপ্রিল) বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে এসব কথা বলেন বাকৃবি উপাচার্য।
আরও পড়ুন: চলমান তাপপ্রবাহের মধ্যে আগামীকাল খুলছে প্রাথমিক বিদ্যালয়
প্রাণীর স্বাস্থ্যের সঙ্গে ওয়ান হেলথকে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে বাকৃবি উপাচার্য বলেন, পুরো বিশ্বই ওয়ান হেলথ বাস্তবায়ন করতে চাচ্ছে।
এমদাদুল হক বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে মানুষের আগে প্রাণীর রোগ নিয়ন্ত্রণ করতে হবে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯টায় বাকৃবির ভেটেরিনারি অনুষদের আয়োজনে শোভাযাত্রার আয়োজন করা হয়।
এবারের ভেটেরিনারি দিবসের প্রতিপাদ্য হলো- ‘পশু চিকিৎসক হলো অপরিহার্য স্বাস্থ্যকর্মী।’
বাকৃবি উপাচার্য আরও বলেন, জুনোটিক রোগ হলো এমন ধরনের সংক্রামক রোগ; যা মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়।
জুনোটিক রোগ ও প্রাণীর স্বাস্থ্যের ভূমিকা সম্পর্কে উপাচার্য বলেন, জুনোটিক রোগ প্রাণী থেকে মানুষে ছড়ায়। যেমন- অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, ম্যালেরিয়া, টক্সোপ্লাজমা, র্যাবিসসহ অনেক রোগ প্রাণী থেকে মানুষে এসেছে। কাজেই মানুষের স্বাস্থ্যের পাশাপাশি প্রাণীর স্বাস্থ্যও সমান গুরুত্ব দিতে হবে।
প্রাণীর স্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, প্রাণীর স্বাস্থ্যের কথা এলেই কিন্তু ভেটেরিনারিয়ানদের কথা চলে আসে।
তিনি বলেন, ভেটেরিনারি সেক্টরকে আরও গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো উচিত। কারণ প্রাণীর স্বাস্থ্য ভালো না থাকলে, সে দেশে মানব স্বাস্থ্যও রক্ষা করা সম্ভব না।
শোভাযাত্রায় আরও ছিলেন- ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আউয়াল, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন: পাবনায় প্রচণ্ড খরায় ঝরে পড়ছে লিচুর গুটি, মাথায় হাত চাষিদের
৩ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ
৭ মাস আগে