চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা
বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলায় বিয়ে না দেওয়ায় মাকে হত্যার ঘটনায় সেই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুনের ৬ ঘণ্টা পর ফেসবুকের মাধ্যমে শুক্রবার সন্ধ্যার দিকে পৌর এলাকার কেরোয়া থেকে স্থানীদের সাহায্যে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ৩ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ
এর আগে শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামের নিজ বাড়িতে খুন আতর খানের স্ত্রী রানু বেগম (৫৫)।
আতর খান বলেন, ‘আমার ৩ মেয়ে ও ২ ছেলের মধ্যে রাসেল সবার ছোট। গত কয়েকদিন ধরে তাকে বিয়ে করানোর জন্য আমাদের হুমকি দিচ্ছিল সে।’
তিনি আরও বলেন, ‘রাসেল শুক্রবার দুপুরের দিকে আমাকে ফোন দিয়ে বলে, তার মাকে কে যেন ঘরে জবাই করে রাখছে। তখন আমি নিশ্চিত হয়েছি, আমার স্ত্রী তার সন্তানের হাতেই খুন হয়েছে।’
তিনি বলেন, ‘ফোন রেখে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে এসে দেখি রানুর লাশ বিছানায় পড়ে আছে। রাসেল পালিয়ে গেছে। পরে আমার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ইউএনবিকে বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা দিকে রাসেলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। শনিবার তাকে আদালতে চালান দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে চাঁদপুরে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
ময়মনসিংহে দ্বিতীয় বিয়ে নিয়ে ছেলের কলমের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ
৬ মাস আগে