উত্তরবিল গ্রাম
সিলেটে সড়কে হঠাৎ রিকশাচালকের মৃত্যু
সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সড়কে হঠাৎ অসুস্থ হয়ে আবুল হাশেম (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
আবুল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হঠাৎ অসুস্থতা বোধ করায় চলন্ত রিকশা থেকে পড়ে যান তিনি। পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পার্শ্ববর্তী পুলিশ বক্সের সামনে নেওয়া হলে মারা যান তিনি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু
বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
৭ মাস আগে