বেলাল হোসেন
সিরাজগঞ্জে গাড়িচাপায় ভ্যানচালক নিহত
বগুড়া-নগরবাডী মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় বেলাল হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রবিবার (২৮ এপ্রিল) সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার: আইনমন্ত্রী
নিহত বেলাল উপজেলার শ্যামগাঁতি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এম এ ওয়াদুদ বলেন, ভ্যান নিয়ে বেলাল কাওয়াক বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলালের লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
রিকশাচালকদের স্যালাইন-পানি ও ছাতা বিতরণ করলেন ডিএনসিসি মেয়র
৭ মাস আগে