৮ দিন
৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৬ আগস্ট) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রিমান্ডের আদেশ দেন। এর আগে বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে জিয়াউল আহসানকে আদালতে নিয়ে আসা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জিয়াউল আহসানের পক্ষে তার বোন আইনজীবী নাজনীন নাহার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিউ মার্কেট থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন।
আরও পড়ুন: টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে
আরও ৩ দিনের রিমান্ডে আন্দালিব পার্থ
৪ মাস আগে
৮ দিন ধরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ২ হাজার পণ্যবাহী ভারতীয় ট্রাক
ভারতের পেট্রাপোল স্থলবন্দর ও বনগাঁ কালীতলা পার্কিংয়ে পণ্যবোঝাই প্রায় দুই হাজার ট্রাক আটকে আছে। গত ৮ দিন ধরে এসব ট্রাক যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
মূলত, সন্ধ্যা সাড়ে ৬টার পর দুই দেশের মধ্যে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়ায় এই পণ্যজট সৃষ্টি হয়েছে। এর ফলে ১০ চাকার ট্রাকে প্রতিদিন দেড় হাজার রুপি ও ছয় চাকার ট্রাকে প্রতিদিন ১ হাজার রুপি মাশুল গুনতে হচ্ছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা।
আরও পড়ুন: পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল ও পেট্রাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা পণ্য আমদানি-রপ্তানির অনুমোদন ছিল দুই দেশের সরকার। কিন্তু গত ১০ দিন ধরে সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ। ফলে ওপারে পেট্রাপোল বন্দরে অন্তত ৭০০ ট্রাক এবং বনগাঁ কালীতলা পার্কিংয়ে অন্তত দেড় হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
এ বিষয়ে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৪০০-৫০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০-৩০০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। তবে বর্তমানে আমদানি ট্রাকের সংখ্যা কমে ২০০-৩০০ ও রপ্তানি ট্রাকের সংখ্যা কমে ৫০-১০০ ট্রাকে এসে ঠেকেছে।’
আরও পড়ুন: ৪ দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ‘ইন্টারনেট সেবা বন্ধ ও কারফিউ চলাকালে আমাদানি-রপ্তানি কমে গেছে। সেইসঙ্গে কমে গেছে বন্দর থেকে পণ্য ডেলিভারিও।’
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ‘কারফিউ জারির এক সপ্তাহ আগে ভারতের পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠন সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এটা সরকারি কোনো সিদ্ধান্ত নয়। সে দেশের বিভিন্ন সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে পেট্রাপোল বন্দরের ম্যানেজারের সঙ্গে আলোচনা করেছি। যত দ্রুত সম্ভব আগের মতো পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়টিতে ফিরতে চেষ্টা করা হচ্ছে।’
আরও পড়ুন: বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ভারত থেকে ৩৩৫-৩৭০ ট্রাক পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ৪০-৮০ ট্রাকপণ্য রপ্তানি হয়েছে।
৪ মাস আগে
৮ দিন বন্ধ থাকছে ভোমরা স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।
শুক্রবার (১৪ জুন) থেকে আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময়ে পাসপোর্টধারীরা উভয় দেশে যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন: ৬ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, ঈদ উপলক্ষে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সব সংগঠনের মতামতের ভিত্তিতে ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত ভোমরা শুল্ক স্টেশনে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এর সঙ্গে ১৪ জুন ও ২১ জুন শুক্রবার সরকারি ছুটি হওয়ায় টানা আট দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে তিনি জানান।
ভোমরা ইমিগ্রেশসেনর ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসেন বলেন, পবিত্র ঈদুল-আজহার ছুটিতেও ইমিগ্রেশন সেন্টার খোলা থাকবে। এছাড়া পাসপোর্টধারীরা উভয় দেশে যাতায়াত করতে পারবেন।
ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, ঈদ উপলক্ষে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সব সংগঠনের মতামতের ভিত্তিতে ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত ভোমরা শুল্ক স্টেশনে সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এর সঙ্গে ১৪ জুন ও ২১ জুন শুক্রবার সরকারি ছুটি হওয়ায় টানা আট দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২২ জুন থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে তিনি জানান।
ভোমরা ইমিগ্রেশসেনর ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসেন বলেন, পবিত্র ঈদুল-আজহার ছুটিতেও ইমিগ্রেশন সেন্টার খোলা থাকবে। এছাড়া পাসপোর্টধারীরা উভয় দেশে যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন: ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
৬ মাস আগে
হিট স্ট্রোকে ৮ দিনে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
টানা ১৫ দিনেরও বেশি সময় ধরে চলমান তাপপ্রবাহে সোমবার পর্যন্ত ৮ দিনে দেশজুড়ে হিট স্ট্রোকে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম (এইচইওসি/সিআর)।
এর মধ্যে মাদারীপুরে দুইজন এবং বান্দরবান, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, ঝিনাইদহ, খুলনা, লালমনিরহাট ও রাজবাড়ীতে একজন করে মারা গেছেন।
আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহের মধ্যে ‘হিট স্ট্রোকে’ দুই শিক্ষকের মৃত্যু
সোমবার পর্যন্ত মৃত্যুর এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম।
এদিকে ইউএনবির জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার প্রচণ্ড গরমে নীলফামারী জেলার বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে ৪ জন এবং নাটোরে আরও একজনের মৃত্যু হয়েছে।
যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলায় প্রচণ্ড তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা বিভাগসহ খুলনা ও রাজশাহী বিভাগের কিছু অংশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বিদ্যমান তাপপ্রবাহের কারণে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলো ২ মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে ‘হিট স্ট্রোকে’ ৪ জনের মৃত্যু
মেহেরপুরে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যু
৭ মাস আগে