নিজেদের অস্তিত্ব
বারবার একতরফা নির্বাচন করে নিজেদের অস্তিত্ব বিপন্ন করছে আওয়ামী লীগ: ফারুক
ক্ষমতাসীন আওয়ামী লীগ বারবার একতরফা নির্বাচন করে নিজেদের অস্তিত্ব বিপন্ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের আয়োজনে পথচারীদের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান
এ সময় অবিরাম তাপপ্রবাহ মোকাবিলায় হিমশিম খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘ওবায়দুল কাদের প্রায়ই বলতেন, বিএনপি অস্তিত্ব সংকটে ভুগছে। তবে বিএনপি নয়, অস্তিত্বের এমন সংকটে পড়েছে আওয়ামী লীগ। দেশে বারবার একতরফা অবস্থান নিয়ে তারা এই সংকট নিজেরাই ডেকে এনেছে।’
প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সাহস না থাকায় আওয়ামী লীগ বারবার একতরফা নির্বাচনে ভোট ডাকাতির আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।’
প্রচণ্ড গরমে মানুষ যখন ভোগান্তিতে পড়ছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বলায় তার সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, শুধু নির্বাচনের দিকে নজর না দিয়ে তীব্র তাপপ্রবাহের সময় জনগণের মধ্যে পানি বিতরণ করুন। আপনারা বারবার যে একতরফা নির্বাচন করে আসছেন তা জনগণ মেনে নেবে না।
পার্লামেন্টে বিরোধী দলের সাবেক চিফ হুইপ ফারুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যে কৌশলই অবলম্বন করুক না কেন, শেষ পর্যন্ত তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
চলমান তীব্র তাপপ্রবাহের সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখারও বিরোধিতা করেন তিনি। এমন তীব্র তাপপ্রবাহের সময় স্কুল খোলা রাখার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
সরকার সব দিক থেকে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি দরিদ্র জনগণকে দুঃশাসনের হাত থেকে বাঁচাতে তাদের পদত্যাগের আহ্বান জানান।
বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ চরম কষ্ট সহ্য করছে।
আরও পড়ুন: দেশের সম্ভাবনাময় পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি: ফারুক খান
আ.লীগ সরকার জনবান্ধব নয়, ব্যবসায়ীবান্ধব : বিএনপি নেতা ফারুক
৭ মাস আগে