৫ দশক
৫ দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
৫২ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আরও পড়ুন: তাপমাত্রা ছাড়িয়েছে ৪৩ ডিগ্রি, লোডশেডিং রেকর্ড ৩২০০ মেগাওয়াট
এর আগে, সোমবার (২৯ এপ্রিল) যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন, শহরের রাস্তায় খুব কম লোকজন চলাচল করতে দেখা গেছে। তবে তীব্র তাপদাহে থেমে নেই শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবন।
এই দিন রাস্তার তাপ দাহ কমাতে যশোর পৌরসভার পক্ষ থেকে গাড়িতে করে পানি রাস্তায় সেটাতে দেখা গেছে।
তীব্র তাপদাহ থেকে একটু মুক্তি পেতে অনেকই পানি পান করতে ও হাতে মুখে পানি ছিটিয়ে একটু স্বস্তি পাওয়ার জন্য চেষ্টা করতে দেখা যায়।
এছাড়াও এই তীব্র তাপদাহের মধ্যে ও শহর ও শহরতলীতে মাঠে ধান কাটা ও বহনে ব্যস্ত সময় কাটছে কৃষক ও শ্রমজীবী মানুষের।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এটিই এখন পর্যন্ত দেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা।
এই হিসেবে ১৯৭২ সালের পর ৫২ বছরের মধ্যে মঙ্গলবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আরও পড়ুন: ৪৩ ডিগ্রিও ছাড়িয়ে গেল পাবনার তাপমাত্রা!
২৫ বছরের ইতিহাসে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রির রেকর্ড, সতর্কতা জারি
৭ মাস আগে