আঁশ
আনারসের পাতার আঁশ থেকে কাপড় তৈরি যুগান্তকারী: সমাজকল্যাণমন্ত্রী
আনারসের পাতার আঁশ থেকে কাপড় তৈরি এক যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা এলাকায় অবস্থিত আনারসের পাতার আঁশ থেকে সিল্ক সুতা তৈরি ও সিল্কের শাড়ি, জামদানি শাড়ি তৈরির কেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যে জেলেদের খাদ্য সহায়তা বাড়ানোর দাবি সমাজকল্যাণমন্ত্রীর
তিনি বলেন, আনারসের পাতা থেকে উৎপাদিত পণ্য কীভাবে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া যায় এবং পৃষ্ঠপোষকতার মাধ্যমে কীভাবে এই শিল্পকে সামনের সারিতে আনা যায় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, এই সিল্কের সুতার তৈরি শাড়ি, জামদানি ও বিভিন্ন হস্তশিল্প দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার সুযোগ সৃষ্টি করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মো. মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আকতার ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল বাতেন।
আরও পড়ুন: বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
৭ মাস আগে