তলোয়ার
লন্ডনে তলোয়ার নিয়ে হামলায় কিশোরের মৃত্যু, আহত ৪
পূর্ব লন্ডনের একটি শহরতলীতে এক ব্যক্তি তলোয়ার নিয়ে জনসাধারণ ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরের এ ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। আরও ৪ জন আহত হয়।
ছুরিকাঘাতে আহত দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হাইনল্ট আন্ডারগ্রাউন্ড স্টেশনের কাছে একটি আবাসিক এলাকা থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই আক্রমণকে সন্ত্রাস সংশ্লিষ্ট বা 'টার্গেটেড অ্যাটাক' হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
আরও পড়ুন: কেনিয়ায় চলমান বন্যায় অন্তত ৭০ জন মারা গেছেন, আরও বৃষ্টির পূর্বাভাস
চিফ সুপারিনটেনডেন্ট স্টুয়ার্ট বেল এই ঘটনাকে 'সত্যিকার অর্থেই ভয়ংকর' বলে বর্ণনা করেছেন।
পূর্ব লন্ডনের ওই বাড়ির বাইরে তিনি বলেন, 'আক্রান্ত ব্যক্তিদের অবস্থা কেমন, আমি কল্পনাও করতে পারছি না।’
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে হাইনল্ট আন্ডারগ্রাউন্ড স্টেশনের কাছে একটি আবাসিক এলাকা থেকে ফোন আসে যে একটি গাড়ি ওই এলাকায় একটি বাড়িতে ঢুকে লোকজনকে ছুরিকাঘাত করছে।
তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্রিটিশ গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, হলুদ হুডি পরা এক ব্যক্তি লম্বা তলোয়ার বা ছুরি হাতে ওই এলাকার বাড়িগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ চিৎকার করে সন্দেহভাজন ওই ব্যক্তিকে অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানাচ্ছিল বলে শুনেছেন তারা।
এই ঘটনাকে 'মর্মান্তিক' উল্লেখ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, 'আমাদের রাস্তায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে অ্যাডেলেকান বলেন, এ ঘটনায় বড় আকারের কোনো হুমকি রয়েছে বলে পুলিশ বিশ্বাস করে না।
তিনি আর বলেন, ‘আমরা আর কোনো সন্দেহভাজনকে খুঁজছি না। এই ঘটনা সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে না।’
ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, ওই এলাকায় পুলিশি তদন্তের কারণে হাইনল্ট আন্ডারগ্রাউন্ড স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ কর্মকর্তা নিহত
গাজায় মৃত মায়ের গর্ভ থেকে উদ্ধারের ৫ দিন পর মারা গেছে শিশুটি
৭ মাস আগে