হাতির
চট্টগ্রামে হাতির আক্রমণে যুবক নিহত
জেলার বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে সিবগাতুল্লাহ রিজভী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ মে) ভোরে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি এক নম্বর গোদারপাড় সংলগ্ন লিচু বাগানে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু
নিহত রিজভী একই ইউনিয়নের কুলিনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিজভী বিগত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ি ৩ নম্বর ওয়ার্ডের নুন্না পুকুরপাড় এলাকার বদি আলমের ছেলে মো. ছগিরের মুদির দোকানে বিগত ৪-৫ মাস যাবত চাকরি করে আসছে। বুধবার রাত ২ টার দিকে লিচু বাগানে হাতি আসার খবর পেয়ে দেখতে গেলে হাতির আক্রমণে গুরুতর আহত হয় সে।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
উপজেলার বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, ‘পূর্ব বৈলছড়ি পাহাড়ি এলাকায় একটি হাতি লোকালয়ে প্রবেশ করে। এ সময় নিজের লিচু বাগান থেকে হাতি তাড়াতে গেলে অন্ধকারে হাতের সামনে পড়ে যায় সিবগাতুল্লাহ। এ সময় হাতি তাকে শুঁড় দিয়ে ছুঁড়ে মারলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।’
আরও পড়ুন: শেরপুরে বন্যহাতি আক্রমণে কৃষক নিহত
৭ মাস আগে