এডিবির বার্ষিক সভা
এডিবির বার্ষিক সভা: এডিবি প্রেসিডেন্টের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট ও এডিবির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (২ মে) এডিবির ৫৭তম বার্ষিক সভার সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ ও বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিও পর্যালোচনা করেন তারা।
২০১৬ সাল থেকে প্রতি বছর গড়ে ২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক সহায়তার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এডিবি।
এডিবির সহায়তা বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ২০২১-২০২৫ এবং পরিপ্রেক্ষিত পরিকল্পনা, ২০২১-২০৪১ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ পর্যন্ত বাংলাদেশকে ৭২৬টি সরকারি খাতে ৩১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ঋণ, অনুদান ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি।
বর্তমানে বাংলাদেশে এডিবির চলমান কার্যক্রমে ৭৫টি ঋণ এবং ১৩ বিলিয়ন ডলারের ৪টি অনুদানের কথা উল্লেখ রয়েছে।
জর্জিয়ার তিবলিসিতে শুরু হওয়া ৫৭তম বার্ষিক সভার ভেন্যু পরিদর্শন করেন এডিবির প্রেসিডেন্ট মাসা আসাকাওয়া।
এডিবির বার্ষিক সভায় প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সবুজ বিশ্বায়নসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মূল বিষয়গুলো এবং ভবিষ্যতের সুযোগ ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করবেন।
গত ১ মে জর্জিয়ায় পৌঁছান বাংলাদেশের অর্থমন্ত্রী । সেখানে অবস্থানকালে বেশ কয়েকটি বৈঠক করবেন তিনি।
শুক্রবার মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অর্থমন্ত্রী।
এছাড়াও এডিবির ভাইস প্রেসিডেন্ট (অঞ্চল-১) ইংমিং ইয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় এডিবির প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সোমবার সকালে ঢাকার উদ্দেশে তিবিলিসি ত্যাগ করার কথা রয়েছে অর্থমন্ত্রীর।
৭ মাস আগে