আকুয়া বাইপাস এলাকা
ময়মনসিংহে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকা থেকে রাহাত নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শহরতলীর আকুয়া মার্কাস মসজিদের উত্তর গেইটে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাহাত আকুয়া নতুন বাসস্টেন্ড এলাকার মৃত হুমায়ুন কবীরের ছেলে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে শহরতলীর আকুয়া মার্কাস মসজিদের গেইটে রাস্তার উত্তর পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, নিহত রাহাত একজন অনিয়মিত অটোরিকশা চালক।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
৭ মাস আগে