৮ লাখ টাকা
নারায়ণগঞ্জে কাপড়ের মার্কেটে আগুন, ৮ লাখ টাকার ক্ষতি
নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকার রেলওয়ে সুপার মার্কেটের আগুনে তিনটি দোকান পুড়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আগুনের এ ঘটনাটি ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাকার শ্যামবাজার টার্মিনালে লঞ্চে আগুন
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে তিনটি কাপড়ের দোকান পুড়ে গেছে।
দোকান মালিকদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস বলছে, আগুনে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আগুনে ওমর ফারুক ফেব্রিক্স, সোহেল ট্রেডার্স ও আনিস ফেব্রিক্স নামের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, আগুনে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: খুলনায় তীব্র তাপপ্রবাহে ডাবের দামে আগুন
রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরের সামনে বাসে আগুন
৭ মাস আগে