দিয়াবাড়ি
প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রধান উপদেষ্টার
রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিমানের দুর্ঘটনার পর দেওয়া এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘এই ঘটনা শুধু বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নয়, এই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী ও বৃহত্তর জনগোষ্ঠীর জন্যও একটি অপূরণীয় ক্ষতি। এটি জাতির জন্য গভীর শোকের মুহূর্ত।’
প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ, বিশেষ করে হাসপাতালগুলোকে সর্বোচ্চ যত্ন, গুরুত্ব ও তাৎক্ষণিকতায় পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এবং সর্বাত্মক সহায়তা নিশ্চিত করবে।
আরও পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্ত: বার্ন ইনিস্টিটিউটে রোগীদের ভিড়, খোলা হয়েছে জরুরি সেবা
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বিএএফ-এর একটি বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল স্টেশন থেকে মোট আটটি ইউনিট পাঠানো হয়।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীসহ আরও কয়েকজনকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারও কারও আঘাত গুরুতর হওয়ায় হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়।
১৩৮ দিন আগে
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসলে নেমে পানিতে ডুবে আশরাফুল (১৬) ও জিহাদ (১৫) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মে) ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
নিহত আশরাফুল ও জিহাদ রাজধানীর মিরপুর-১১ নম্বর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন বলেন, বিকালে ওই দুই বন্ধুসহ পাঁচ বন্ধু ১০ নম্বর সেতুর পাশে দিয়াবাড়ি এলাকায় লেকে গোসল করতে যায়।
তিনি আরও বরেন, তাদের মধ্যে দুইজন লেকে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টা ৩৬ মিনিটে লাশ দুইটি উদ্ধার করে।
আরও পড়ুন: আড়াইহাজারে ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ
৫৮০ দিন আগে