দিয়াবাড়ি
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসলে নেমে পানিতে ডুবে আশরাফুল (১৬) ও জিহাদ (১৫) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মে) ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
নিহত আশরাফুল ও জিহাদ রাজধানীর মিরপুর-১১ নম্বর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন বলেন, বিকালে ওই দুই বন্ধুসহ পাঁচ বন্ধু ১০ নম্বর সেতুর পাশে দিয়াবাড়ি এলাকায় লেকে গোসল করতে যায়।
তিনি আরও বরেন, তাদের মধ্যে দুইজন লেকে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টা ৩৬ মিনিটে লাশ দুইটি উদ্ধার করে।
আরও পড়ুন: আড়াইহাজারে ২ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ
৭ মাস আগে