বাবা, ছেলে ও ছেলের বউ
হত্যা মামলায় বাবা, ছেলে ও ছেলের বউসহ ৫ জনের যাবজ্জীবন
জয়পুরহাটের ক্ষেতলালে পরকীয়ার জেরে হত্যা মামলায় বাবা, ছেলে ও ছেলের বউসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৫ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
আরও পড়ুন: লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য জানান।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয় ৫ জন হলেন- ক্ষেতলাল উপজেলার বড়াইল শেখপাড়া গ্রামের মৃত ইনারী সর্দারের ছেলে আব্দুর রাজ্জাক, রাজ্জাকের ছেলে শাহাদুল ও শাহদুলের স্ত্রী মরিয়ম বেগম রেখা, মৃত রইচ উদ্দিনের ছেলে মোজাহার আলী ও সামছুদ্দিনের ছেলে রেজাউল।
এ মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বড়াইল শেখপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নুরুন্নবীর সঙ্গে মরিয়ম বেগম রেখার প্রেমের সম্পর্ক ছিল। নুরুন্নবী ২০০৫ সালের ১৪ নভেম্বর সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে ওই রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গার খোঁজখবর নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই বছরের ২০ নভেম্বর ক্ষেতলাল উপজেলার দক্ষিণ হাটশহর এলাকার একটি পুরাতন কবরে নুরুন্নবীর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় পরদিন (১৫ নভেম্বর) নিহতের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সাক্ষী প্রমাণ শেষে আদালত রবিবার এ রায় দেন।
আরও পড়ুন: মেহেরপুরে মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
সিলেটে শিশু হত্যার ১৩ বছর পর সৎ পিতার যাবজ্জীবন
৭ মাস আগে