স্বাস্থ্য সহকারী
চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩
অন্যজনের হয়ে পরীক্ষা দিতে এসে চট্টগ্রামে ৩ জন ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছেন। তারা স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষা দিতে এসেছিলেন।
বুধবার(৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: র্যাবের পোশাকে ব্যাগভর্তি টাকা ছিনতাই, ড্রাইভারের সাহসিকতায় আটক ১
আটকরা হলেন- মো. বাঁশখালী উপজেলার কাথরিয়া গ্রামের জয়নাল আবেদিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা পশ্চিম কেশুয়া গ্রামের মো. জাবেদ এবং লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের রনি দাশ।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বুধবার দুপুরে ইউএনবিকে বলেন, পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসেছিলেন তারা। যাচাই-বাছাইয়ের সময় তাদের প্রতি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন।
এর আগে, গত ৩ মে একই পদের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে পরীক্ষা চলাককালীন সময় মো. আব্দুর রৌউফ নামের এক যুবক আটক হন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে ২ জন আটক
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার ভারতীয় নাগরিক আটক
৭ মাস আগে