২ ব্যবসায়ী
অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা
অসুস্থ গরু জবাই করে অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার বেলি সেতুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় জরিমানা
দুই মাংস ব্যবসায়ী হলেন- নাচোল উপজেলার করমজা গ্রামের আবুল হোসেনের ছেলে এজাবুল ও একই উপজেলার বেনিপুর গ্রামের তোফাজ্জুল হকের ছেলে টুটুল।
এলাকাবাসী জানায়, এজাবুল ও টুটুল নামে দুই মাংস ব্যবসায়ী একটি অসুস্থ গরু জবাই করে পিকআপে অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় রহনপুর পৌর এলাকার বেলিসেতু এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী বলেন, অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং মাংসগুলো জব্দ করা হয়।
তিনি বলেন, জরিমানার পাশাপাশি ওই মাংস বিক্রেতাদের সতর্ক করা হয়েছে এবং জব্দ মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়।
এছাড়া অভযিুক্ত দুইজনই আদালতে অপরাধ স্বীকার করেন বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন- উপজলো প্রাণিসম্পদ কর্মকর্তা কাউসার আলী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন- রহনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আরও পড়ুন: শ্রমিক অধিকার লঙ্ঘনের জরিমানার অংক বাড়ানো হয়েছে: আইনমন্ত্রী
‘ঈদ যাত্রায় ভাড়া-গতি-যাত্রী অতিরিক্ত হলে এক লাখ টাকা জরিমানা’
৫ মাস আগে