১৫ দোকান
ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে গেছে ১৫ দোকান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নেছার ডাক্তারের টিনশেড মার্কেটে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পোড়া দোকানগুলো হলো- বার্জার পেইন্টস ও আরএফএল কোম্পানির ডিলার মন্টু স্টোর, বাবুল ভ্যারাইটিজ স্টোর, সায়মা মোবাইল সার্ভিসিং, আরশ আলী টেইলার্স, হরিপদ টেইলার্স, আলী টেইলার্স ও সীতারাম চৌধুরীর সুবর্ণা জুয়েলার্সসহ আরও ৭টি দোকান।
সরাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার রিয়াজ আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এছাড়া মার্কেটের অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান।
এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন- সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শের আলম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূইয়া ও জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা।
আরও পড়ুন: সুন্দরবনে আগুন: বৃহস্পতিবার পুড়ে যাওয়া এলাকা পরিদর্শনে যাচ্ছে তদন্ত কমিটি
৩ দিন পর সুন্দরবনে আগুন নেভানোর ঘোষণা
৭ মাস আগে