সাকিব-সৌম্য-মুস্তাফিজ
চতুর্থ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
ঢাকার মাঠে শুক্রবারের এই ম্যাচে দলে এসেছে তিন পরিবর্তন। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
অন্যদিকে বিশ্রামে পাঠানো হয়েছে লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
নয় মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যাবে সাকিবকে।
আরও পড়ুন: শেষ ২ ম্যাচে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
এদিকে বাজে ফর্ম নিয়ে লড়তে থাকা ডানহাতি ব্যাটার লিটন দাস অবশেষে বাদ পড়েছেন লাইনআপ থেকে। আগের ম্যাচে তার আউটটি ছিল বেশ প্রশ্নবোধক। পরপর তিনবার স্কুপ শট খেলার চেষ্টা শেষে লিটনের বোল্ড আউট হওয়া দেখে ক্রিকেটবোদ্ধাদের ভ্রু কুঁচকে গিয়েছিল।
তার জায়গায় ফিরছেন দীর্ঘদিন হাঁটুর চোটে ভোগা সৌম্য সরকার।
তবে চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে।
শুক্রবার ম্যাচ শুরুর আগে চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসীম জাওয়াদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে বিসিবি।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত
৭ মাস আগে