তানজিদ তামিম
চতুর্থ টি-টোয়েন্টি: ১০১ থেকে ১৪৩ রানে ১০ উইকেট হারালো টাইগাররা
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করলেও প্রথম উইকেট পড়তেই মাত্র ৪২ রানের মধ্যে সব উইকেট হারিয়ে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে টাইগারদের ব্যাটিং বিপর্যয় দেখলো বিশ্ব।
দুই ওপেনার সৌম্য সরকার (৪১) ও তানজিদ হাসান তামিম (৫২) ১০১ রানের জুটি গড়েন। তারপর মিসটাইমিংয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম।
এর পরপরই একের পর এক বাজে শট খেলে ও ডিসমিসালের শিকার হয়ে মিডল ও লোয়ার অর্ডার চুরমার হয়ে যায়।
আরও পড়ুন: চতুর্থ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ
দুই ওপেনারের পর কেবল তৌহিদ হৃদয় দুই অঙ্কের ঘরে পা রাখেন। মাত্র ১২ রান করে লুক জংউইয়ের বলে নতি স্বীকার করেন তিনি।
এই ধসেপড়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপের বেহাল অবস্থা তুলে ধরে।
নয় মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে সাকিব আল হাসান ১ রান করে বোল্ড হয়ে ফিরেছেন সাজঘরে। দলের কাণ্ডারি হয়ে লড়াইয়ের ইচ্ছা দেখা যায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়েও।
শান্তর ক্লিন বোল্ড আর সাকিবের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বোল্ড আউট যেন অভিজ্ঞ এই খেলোয়াড়দের প্রস্তুতি ও সংযমের অভাবের প্রমাণ দিলো।
শুরুটা বড় রানের টার্গেট দেওয়ার মতো হলেও হতাশায় মোড়ানো ব্যাটিংয়ে ১০ উইকেটে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি
৬ মাস আগে