মালয়েশিয়ান নাবিক
নিখোঁজের ২ দিন পর মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া এক মালয়েশিয়ান নাবিকের লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) বিকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কোস্ট গার্ড।
মৃত ওই নাবিকের নাম ঈসা বিন মুহাম্মদ বীরমোহন বলে জানা গেছে। তিনি মালয়েশিয়ার নাগরিক।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জন আক্রান্ত
কোস্ট গার্ড (পূর্ব জোন) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. সুয়াইব বিকাশ বলেন, গত ৮ মে সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমটিটি সাপানগার জাহাজের ডেকে কাজ করার সময় সাগরে পড়ে নিখোঁজ হন। এরপর থেকে তাকে উদ্ধারে কোস্ট গার্ড জাহাজ ও বোট নিয়ে ব্যাপক অনুসন্ধান ও অভিযান চালায়।
তিনি আরও বলেন, সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’র লোকজন বহির্নোঙর থেকে কিছু দুরে একটি লাশ ভাসতে দেখে। লাশটি উদ্ধার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: মাগুরায় বোনের বাসায় বেড়াতে গিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
৭ মাস আগে