বেপরোয়া গতি
নড়াইলে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল কিশোরের
নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ
নিহত নাঈম শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাঈম মোটরসাইকেল করে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়।
তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মোটরসাইকেলের শব্দ নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনায় ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
৬ মাস আগে
মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ
নড়াইলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মামুন সমাদ্দার নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় বাইসাইকেলআরোহী কাজেম আলী আহত হয়েছেন।
শনিবার (১১ মে) সকালে নড়াইল-গোবরা সড়কে সদর উপজেলার ধোপাখোলাসংলগ্ন কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিষিদ্ধ সব জালের ব্যবহার বন্ধ করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী
মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আহত বাইসাইকেলআরোহী কাজেম আলী একজন মাটিকাটা শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেপরোয়া গতিতে মামুন মোটরসাইকেল চালিয়ে গোবরার দিকে যাচ্ছিলেন। পথে কাড়ারবিল সেতু অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাইসাইকেলআরোহী কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন মামুন।
পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত কাজেম আলীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত মামুনের লাশ নড়াইল সদর হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ৫ জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ
হিট স্ট্রোকে ১৪ দিনে ১৫ জনের প্রাণহানি: স্বাস্থ্য অধিদপ্তর
৭ মাস আগে