পুটখালী
পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
যশোরে সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে গরু আনার সময় বিএসএফের গুলিতে আমজেদ আলী নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
রবিবার রাত ৮টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত
আহত আমজেদ আলী পুটখালীর কৃষ্ণপুর গ্রামের মৃত সুকচাদ আলীর ছেলে।
তার ভাই আমের আলী বলেন, আমার ভাই গতকাল সন্ধ্যা নাগাদ পুটখালী চরের মাঠে যায় এবং সেখানে বিএসএফের গুলিতে বিদ্ধ হয়।
এ অবস্থায় আমজেদ পালিয়ে বাড়িতে গেলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে। আহত আমজেদ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তবে এ বিষয়ে হাসপাতালে ভর্তি আমজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
খুলনা ২১ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আলম বলেন, বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছে। বিষয়টি আমি খোঁজ খবর নিচ্ছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আহত যুবকের বাড়িতে লোক পাঠিয়েছি। তারা কেউ বাড়িতে নেই।
আরও পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচন: পাবনায় চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের ওপর হামলা, আহত ১০
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
৭ মাস আগে