দশম অধিবেশন
ইতালির গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের দশম অধিবেশনে মনোনীত ‘ময়না’
ইতালির গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালের দশম অধিবেশনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘ময়না’ (I want to be Mother)।
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আলিম উল্যাহ খোকনের কাহিনি ও প্রয়োজনায় ময়না সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।
আরও পড়ুন: বেটিয়া ফিল্ম ফেস্টিভালের জুরি হলেন মনজুরুল ইসলাম
ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসন্ন উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার তালিকায় স্থান করে নিয়েছে- মরক্কোর জিহানে এল বাহার পরিচালিত ‘ট্রিপল এ’, বাংলাদেশের মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত ‘আই ওয়ান্ট টু বি মাদার (ময়না)’, ইতালির স্টেফানো উসারডি পরিচালিত ‘উইদ্যাউট এজ’, আন্দ্রেয়া বিফুলকো পরিচালিত ‘করসা আবুসিভা’, ব্র্যান্ডো ইমপ্রোটা পরিচালিত ‘লা পারফেজিওন’, যুক্তরাষ্ট্রের চাইসেন বিচাম পরিচালিত ‘হোয়াট উই ফাইন্ড অন দ্য রোড’, জুলিয়া হ্যালপেরিন, জেসন কর্টলুন্ড পরিচালিত ‘ক্রুকডফিঙ্গার’, কানাডার টেলর ওলসন পরিচালিত ‘লুক এট মি’, মেক্সিকোর মাউরো মাউদ পরিচালিত ‘উনা ললাবে হাচিয়ে ইল পাসাদু’ এবং স্পেনের কার্লোস অ্যাসিতুনো পরিচালিত ‘সেপ্টেম্বর’।
‘ময়না' সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, খলিলুর রহামান কাদরী, সূচনা সিকদার, আনোয়ার, সীমান্ত, স্মৃতি রানী দেবী, তাহমিনা মোনা, মন্টু, সোহেল, সাব্বির, শিশু শিল্পী জান্নাতুল ভোর, বিশেষ চরিত্রে আপন ও শিশির সরদার।
বাংলাদেশের গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চভিলাসী একটি মেয়ের বেড়ে উঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতায়, শহরের সংগ্রামী দিনগুলো ফুটে উঠেছে ময়না চলচ্চিত্রে।
পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ‘ইউরোপের একটি উৎসবে বাংলাদেশের সিনেমা মনোনীত হওয়া মানেই আমাদের কাছে পুরস্কার পাওয়ার আনন্দের থেকে বেশি।
গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইতালির অত্যন্ত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। এই উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালি, মেক্সিকো, মরক্কো ও বাংলাদেশের সিনেমা। এশিয়ার একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে ময়না, এটি বাংলা চলচ্চিত্রের জয়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার কিরাম আর্টস ফেস্টিভালে বাংলাদেশের পূজা
পরিচালক আরও বলেন, “আমাদের ‘ময়না’ সিনেমা দক্ষিণ কোরিয়ার ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব ২০২৪ এ মনোনীত হয়েছে। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩ এ ‘ময়না’ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মর্যাদাবান উৎসবগুলোতেই ময়না স্থান করে নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি, এই অর্জন আমার টিমকে দিতে চাই।’
মেঘ জানান, দক্ষিণ কোরিয়ায় ময়না সিনেমার প্রিমিয়ারের পাশাপাশি ১৫ দিনের একটি আন্তর্জাতিক ফিল্ম ওয়ার্কশপে অংশ নেবে ময়না। বিভিন্ন দেশের প্রথিতযশা ১৬ জন পরিচালকের সঙ্গে যৌথ কর্মশালা পরিচালনা করবেন এবং চলচ্চিত্রের ওপর আলোচনা করবেন তিনি।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অপোরিয়াকে সিনেমার অলিম্পিক বলা হয়। বিগত ২০ বছর ধরে আয়োজন হলেও এই প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ময়না মনোনয়নের মধ্য দিয়ে বাংলাদেশ অংশগ্রহণের সুযোগ পেল।
এদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্র জানায়, আগামী সেপ্টেম্বরে ‘ময়না’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে।
'ময়না' সিনেমার প্রযোজক আলিম উল্যাহ খোকন বলেন, “ময়নার আন্তর্জাতিক সাফল্যে আমরা মুগ্ধ। জাজ মাল্টিমিডিয়া থেকে আমরা অনেক ভালো ও ব্যবসা সফল সিনেমা নির্মাণ করেছি এবং তা অব্যাহত। আমরা যেমন নায়ক-নায়িকা তৈরি করেছি, তেমনি নতুন পরিচালকও তৈরি করেছি। আমাদের ‘ময়না’ বিভিন্ন দেশের উৎসবে প্রশংসিত হচ্ছে, আশা করছি বাংলাদেশেও ময়না ব্যবসা সফল ও প্রশংসিত হবে।”
গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে ইতালির নেপল উপসাগরের সৈকতে আগামী ১১-১৪ জুন পর্যন্ত।
আরও পড়ুন: খাজানায় চলছে ওপার বাংলার ফুড ফেস্টিভাল
৭ মাস আগে