১১৮ বোতল ফেনসিডিল জব্দ
গাইবান্ধায় ১১৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
গাইবান্ধার পলাশবাড়ীতে ফেনসিডিল বহনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১১৮ বোতল ফেনসিডিল জব্দ করার দাবি করেছে র্যাব-১৩।
বুধবার(১৫ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
এসময় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
আরও পড়ুন: শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ১
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বকশীবাড়ী গ্রামের আবু তাহের সরদারের ছেলে মো. রেজাউল করিম এবং একই উপজেলার টেপা পলাশী গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. হাবিব মিয়া।
বিজ্ঞপ্তিতে স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, মঙ্গলবার গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের ব্রাক মোড়ের বাঁশকাটা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাব-১৩ গাইবান্ধার (সিপিসি-৩) সদস্যরা। রাতে লালমনিরহাট থেকে শুভ বসুন্ধরা নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ১১৮ বোতল ফেনসিডিল জব্দসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: সিলেটে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২
৭ মাস আগে