আম ব্যবসায়ী
বাগেরহাটে ট্রাকচাপায় আম ব্যবসায়ী নিহত
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকচাপায় সোহেল হাওলাদার নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার(১৫ মে) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: খুলনায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
নিহত সোহেল হাওলাদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে আমবোঝাই করে একটি পিকআপ ভ্যান বাগেরহাটের মোড়েলগঞ্জের দিকে যাওয়া সময় টাউন নওয়াপাড়া এলাকায় বিকল হয়ে যায়।
সে সময় সোহেল সড়কে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় দ্রুতগতির একটি ট্রাক সোহেলকে চাপা দেয়।
আহতাবস্থায় সোহেলকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
আরও পড়ুন: মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪
হবিগঞ্জে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
৭ মাস আগে