পাইপগান
মাগুরায় দেশীয় পাইপগানসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার
মাগুরার শ্রীপুরের খামারপাড়া গ্রাম থেকে মিন্টু বিশ্বাস ও ইব্রাহিম বিশ্বাস নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬।
এসময় তাদের কাছ থেকে দেশীয় দুইটি পাইপগান জব্দ করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ‘আরসার গোপন আস্তানা’ আবিষ্কার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হলো- উপজেলার শ্রীপুর গ্রামের গোকুল বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস এবং অহিদুল বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস।
বুধবার (১৫ মে) দুপুরে র্যাবের পক্ষ থেকে একটি লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৬ এবং সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বায়তুন নুর জামে মসজিদের পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুইটি পাইপগান জব্দ করা হয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম বলেন, আটকরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলাসহ চারটি মামলা রয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। দুইজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ১১৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
৭ মাস আগে