শেখপুরা এলাকা
দিনাজপুরে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১
দিনাজপুরের জেলা সদরের শেখপুরা এলাকায় গনেশ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে বিকাশ নামে অপর এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) বিকাল ৪টার দিকে ওই ঘটনা ঘটেছে। এসময় পরশ নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩
নিহত গনেশ জেলা সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর মুশোহরপাড়ার মৃত আতোয়ারীর ছেলে। আহত পরশ একই এলাকার পরসাদুর ছেলে।
আটক বিকাশ একই এলাকার মেহের চাঁদের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, শুক্রবার বিকালে বাড়ির বাইরের বসে ছিলেন গনেশ। হঠাৎ করে বিকাশ হাসুয়া দিয়ে গনেশকে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান।
এ সময় পরশ নামে আরেক ব্যক্তি তাকে রক্ষা করার জন্য এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন বিকাশ। পরে পরশকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বজনরা।
এসময় বিকাশকে পিটুনি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ওসি আরও বলেন, অভিযুক্ত বিকাশ মানিসক ভারসাম্যহীন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত হাসুয়া জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা।
আরও পড়ুন: তাবিজ-কবজ ও যাদু-টোনার অভিযোগে কবিরাজকে কুপিয়ে হত্যা
পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
৭ মাস আগে