যুবক বিকাশ
গণপিটুনিতে নিহত প্রতিবেশীকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত যুবক বিকাশ
দিনাজপুরে প্রতিবেশীকে হত্যার অভিযোগে গণপিটুনির শিকার মানসিক ভারসাম্যহীন যুবক বিকাশের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিকাশের মৃ্ত্যু হয়।
আরও পড়ুন: যশোরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
এর আগে শুক্রবার বিকাল ৪টার দিকে বিকাশের হাসুয়ার কোপে গণেশ নামে এক ব্যক্তি নিহত হন। এরপর স্থানীয়রা বিকাশকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে বিকাশ হাসুয়া দিয়ে গনেশকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, দুইজনকে কোপানোর ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিকাশকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর অবস্থায় তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে শুক্রবার রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১
বাগেরহাটে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, রিকশাচালক আটক
৭ মাস আগে